ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ছাত্রী নিপীড়নে অভিযুক্ত রাঙ্গুনিয়ার সেই শিক্ষক বরখাস্ত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৯:০৪ পিএম
রাঙ্গুনিয়ায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বরখাস্ত শিক্ষক বদিউল আলম। ছবি- সংগৃহীত

অবশেষে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষক বদিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোদালার সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউল আলমকে একই স্কুলের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

রাঙ্গুনিয়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মোহাইমেন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক বদিউল আলমকে বরখাস্ত করতে জেলাতে পাঠিয়েছি। ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

এ বিষয়ে ভিকটিম ছাত্রীর মা বলেন, ‘মেয়ের সঙ্গে ক্লাস চলাকালীন যৌন নিপীড়ন করেছে শিক্ষক বদিউল আলম। এর আগেও সে একাধিকবার এরকম করেছে। বারবার এসব ঘটনা ধামাচাপা পড়ে যাওয়ায় সে সাহস পেয়েছে। তাকে চাকরি থেকে বরখাস্ত করায় দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।’

উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সন্দীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছিল।

আজ চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক বদিউল আলমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।