বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে আট জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে কোস্টগার্ড তল্লাশি অভিযান চালাচ্ছে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানিয়েছেন, নৌযানের মালিক শুক্রবার (৮ আগস্ট) সকালে এ বিষয়ে জানালে তল্লাশি অভিযান শুরু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ওই নৌযানে মোট ১৯ জন জেলে ছিলেন, যাদের মধ্যে ৮ জন এখনও নিখোঁজ রয়েছে। বাকি ১১ জনকে নিকটস্থ একটি নৌকা উদ্ধার করেছে।
নিখোঁজদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।
নৌযানের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, ‘বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে যায়। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় এটি ডুবে যায়। ১১ জন জেলেকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে, তবে আটজন এখনও নিখোঁজ রয়েছেন।’