ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৮’র গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী শঙ্কামুক্ত, কর্মীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৯:১০ পিএম
গুলিবিদ্ধ সংসদ সদস্যপ্রার্থী এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। একই ঘটনায় সরওয়ার বাবলা নামে একজন নিহত হয়েছেন এবং শান্ত নামে আরেকজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মাগরিবের নামাজের পরপরই তিনি এলাকায় গণসংযোগ করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এজিএম রাম প্রসাদ জানান, ‘তিনজনের মধ্যে সরওয়ার বাবলা মারা গেছেন। বাকি দুইজন—এরশাদ উল্লাহ ও শান্ত—শঙ্কামুক্ত আছেন।’

এ সময় ঘটনাস্থলে থাকা মহানগর বিএনপির নেতা মো. ইসমাইল বলেন, ‘আমি এরশাদ ভাইয়ের একদম কাছেই ছিলাম। হঠাৎ করেই সন্ত্রাসীরা গুলি চালায়। হুড়োহুড়ির মধ্যে আমি নিজেও আঘাত পেয়েছি।’ বর্তমানে তিনিও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বায়েজিদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।’

এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।