চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দিবাগত ১২টার দিকে রাউজানের চৌধুরীহাট এলাকার আইয়ুব আলী সওদাগরের বাড়িতে জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।
চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি।
পুলিশের ধারণা, এই অস্ত্রগুলো স্থানীয় সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের প্রস্তুতি চলছিল।
অস্ত্র উদ্ধারের বিষয়ে আজ সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হয়েছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন