ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১০:২২ এএম
নাফ নদী। ছবি- সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ পাঁচ বাংলাদেশি জেলেকে জলসীমা করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকার কাছাকাছি মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

অপহৃত জেলেরা হলেন- মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, এবং একই এলাকার সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন,  ‘সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ওই পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।’

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ‘চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নাফ নদী সংলগ্ন সীমান্ত এলাকা থেকে অন্তত ১৭৬ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। আর গত আট মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৫১-এ। তবে এদের মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির তৎপরতায় কয়েক দফায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছ।’