ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৮:৩৩ পিএম
আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুরও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার। ছবি- রূপালী বাংলাদেশ

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৬ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা উভয়ে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টস কারখানায় কয়েক’শ দুর্বৃত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা কারখানাটি ব্যাপকভাবে ভাঙচুর করে এবং ২১ জনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হন। পরে কয়েক’শ জনকে অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন অনন্ত গার্মেন্টসের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) খাজেজ আহমেদ।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার দুইজনকে রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।