শাহ সিমেন্টের এক চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির গাড়ির চালক ও শ্রমিকরা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড অবরোধ করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, ঘটনার দিন ভোরে ঘুম আসায় কাভার্ড ভ্যান চালক মো. শামীম বিশমাইল এলাকায় গাড়ি থামিয়ে নিরাপদ মনে করে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় দুর্বৃত্ত ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।
আগামী ৭২ ঘণ্টায় যদি হত্যাকারীদের আইনের আওতায় না আনা হয়। তবে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুপুরে শাহ সিমেন্টের চালক শামীম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। তবে বেলা সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী, থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় আন্দোলনকারীদের সড়িয়ে নেওয়া হয়েছে। সড়কে এখন যান চালাচল স্বাভাবিক রয়েছে।