ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪৮ এএম
বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করেছে। ছবি- সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জালিয়ে তারা ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।

একই সময়, আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত শুক্রবার আসন পুনর্বিন্যাসসংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে দুই দফা সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত রেখে তিন দিনের আল্টিমেটাম দেন তারা। ওই সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার ফের তারা সড়কে নামে।

স্থানীয়দের দাবি, আলগী ও হামিরদী ইউনিয়নের জনগণের মতামত উপেক্ষা করে আসন পুনর্বিন্যাস করা হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের মতো ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করতে হবে।