ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি শিক্ষায় ফেল!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০২:৩৫ পিএম
ভুক্তভোগী শিশির চন্দ্র মনিদাস গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি- সংগৃহীত

ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি শিক্ষায় ‘ফেল’ করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী। অথচ গত বছর এসএসসি পরীক্ষায় কৃষিতে তিনি ‘এ’ গ্রেড পেয়েছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

পরীক্ষার ফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্ম বিষয়ে অকৃতকার্য হন। ২০২৫ সালে আবারও ওই পরীক্ষায় অংশ নেন। তবে ফল প্রকাশ হলে দেখা যায়, তিনি ধর্ম বিষয়ে পাস করলেও ফেল করেছেন কৃষিতে।

শিক্ষার্থী শিশির বলেন, ‘আমি গত বছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার পরীক্ষা দিই। ফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাস করেছি, কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘যে বিষয়ে পরীক্ষা দিয়েছে, সেটায় কৃতকার্য হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি, সংশোধন করা যাবে।’