ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

গাজীপুরে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৫:০০ পিএম
গ্রেপ্তারকৃত শামীম। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ী থেকে কিশোরী অপহরণের মামলার পলাতক আসামি শামীমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাতের দিকে কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আজ দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত শামীম ঢাকা জেলার ধামরাই থানার আমরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকা থেকে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ ১২ ফেব্রুয়ারি ওই কিশোরীকে উদ্ধার করলেও শামীম কৌশলে পালিয়ে যায়।