গোপালগঞ্জের কোটালীপাড়ায় একদিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কজ বাড়ৈর ছেলে সজল বাড়ৈ (২০) এবং একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে অনুছোয়া বাড়ৈ (৭)। তারা দুজন আপন চাচাতো ভাইবোন। আরেকজন হলো ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে ইসাহাক (৪)।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোন অনুছোয়ার সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সজল বাড়ৈর ঘাড়ে চড়ে অনুছোয়া সাঁতার কাটছিল।
একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন জাল দিয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, খেলাধুলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরণ গ্রামের চার বছর বয়সি শিশুটি ইসাহাক মারা যায় বলে পুলিশ জানায়।