জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রি এবং বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার দুটি ভিন্ন স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন পৌরসভার বাউসি চন্দনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি সেলিম মিয়া (৩৫) এবং ভাটারা গ্রামের মোশারফ হোসেনের ছেলে ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিফাত মিয়া (১৬)।
এদিকে, আজ বিকেলে ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামতের সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন সেলিম। স্থানীয়দের বরাতে জানা যায়, হরমুজ আলীর বাড়ির সামনে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুরে ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে বজ্রপাতে মারা যায় স্কুলছাত্র সিফাত মিয়া। ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিস মিয়া জানান, বৃষ্টির সময় সিফাত বাড়ির পাশে একটি আমগাছের নিচে বসে ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন