মৌলভীবাজারের 4জুড়ীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করবে।
৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, সীমান্ত থেকে ৮ কিলোমিটার পর্যন্ত এলাকাজুড়ে বিজিবি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ বছর ৫২ বিজিবির আওতাধীন তিনটি উপজেলায় ৫৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তার জন্য বিজিবির ৯টি টহল দল, ৯টি প্লাটুন এবং একটি মনিটরিং সেল মোতায়েন থাকবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুড়ী উপজেলার শিলুয়া চা বাগান পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে পূজা কমিটি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন অধিনায়ক আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম, জুড়ী থানার এসআই মো. আল-আমিন, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি জানায়, পূজামণ্ডপে আগত ভক্তদের যেন কোনো নিরাপত্তাজনিত বিঘ্ন না ঘটে সেজন্য নিয়মিত টহল ও নজরদারি চালানো হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন