যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান লাল্টুকে (৩৮) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শার্শার পাড়িয়ার ঘোপ গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা আহত সাইদুজ্জামান লাল্টুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার অবস্থা গুরুতর।
আহত সাইদুজ্জামান লাল্টু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। তিনি শার্শার পাড়িয়ার ঘোপ গ্রামের মৃত ডাক্তার লোকমান হোসেনের ছেলে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাইদুজ্জামান লাল্টু বলেন, ‘তিনি বাসাবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে প্রতিবেশী খায়বার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৬), নূরুল ইসলাম নুরো (৩১) ও আলমগীর হোসেন আলম (৪৮) পূর্ব পরিকল্পিতভাবে গাছি দা, তালের কাঠ ও স্টিলের জি আই পাইপ দিয়ে তাকে বেদম কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এরপর তারা তাকে মৃত ভেবে ফেলে রেখে যান। প্রতিবেশী ও স্বজনরা খবর পেয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি ৩ জনকে আসামি করে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।’
তিনি আরও জানান, অভিযুক্ত তিনজনই আপন ভাই। তারা বিগত স্বৈরাচারের আমলে তার বসতবাড়ির কিছু জায়গা দখল করে নেন। এখন সে জমি ছাড়তে বলায় হত্যা উদ্দেশ্যে তারা তার ওপর হামলা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’