ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মাদকসহ জাতীয় পার্টির সাবেক নেতা গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:৩২ পিএম
গ্রেপ্তার মোশাররফ হোসেন জুয়েল। ছবি- সংগৃহীত

খাগড়াছড়িতে ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকাসহ জাতীয় পার্টির (এ) সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন জুয়েল (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মোশাররফ হোসেনকে অনুসরণ করে। পরে হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্কুটির সিটের নিচে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।’

গ্রেপ্তার মোশাররফ হোসেন জুয়েল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শান্তিনগর এলাকার মো. মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন।

তবে এ দাবি অস্বীকার করে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, ‘মোশাররফ হোসেন জুয়েল জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন না।’