সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:২৪ পিএম

খাগড়াছড়িতে অস্ত্র নিচ্ছিল ইউপিডিএফ, বিজিবির হাতে ধরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:২৪ পিএম

উদ্ধারকৃত অস্ত্র। ছবি- সংগৃহীত

উদ্ধারকৃত অস্ত্র। ছবি- সংগৃহীত

খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান সংঘর্ষে ব্যবহারের জন্য নেওয়ার সময় রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে একটি বাস থেকে লোহার তৈরি ১০০টি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানায়, এসব অস্ত্র ইউপিডিএফ (মূল দল) বান্দরবান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে নিচ্ছিল। এ সময় গাড়ির চালক, হেলপারসহ বহনকারী গাড়িটি জব্দ করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এক পাহাড়ি স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে।

ভুক্তভোগীর পরিবারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’ রোববার তৃতীয় দফায় খাগড়াছড়িতে সড়ক অবরোধ করে। এর আগে শনিবার খাগড়াছড়ি শহরে অবরোধকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছোড়ে।

বিপত্তির কারণে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

Link copied!