খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে একটি ঘর নির্মাণ করেছে ‘শ্রম যান কল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন। ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে নির্মিত এই ঘরের কারণে ওই এলাকায় যানজট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সংগঠনটি এরই মধ্যে টিন দিয়ে তৈরি ঘরটি ব্যবহার শুরু করেছে এবং সামনে ঝুলানো হয়েছে অফিস সাইনবোর্ড। অথচ ঘর নির্মাণের জন্য কোনো সরকারি অনুমোদন নেয়নি বলে স্বীকার করেছেন সমিতির সভাপতি।
সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান বলেন, ‘জায়গাটি আগে অপরিষ্কার ও পরিত্যক্ত ছিল। তাই কিছুটা মাটি ভরাট করে আমরা অস্থায়ীভাবে একটি অফিসঘর করেছি। তবে সত্যি কথা বলতে, কোনো ধরনের অনুমোদন আমরা নিইনি।’
এদিকে স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়কে এমনিতেই প্রায়ই যানজট লেগে থাকে। তার ওপর অবৈধভাবে ঘর নির্মাণ করায় ভোগান্তি আরও বাড়বে।
এক পরিবহন শ্রমিক বলেন, ‘সড়কের জায়গা দখল করে ঘর তুললে চলাচলে সমস্যা আরও বাড়বে। এতে পুরো এলাকায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে।’
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ি সার্ভেয়ার নোবেল চাকমা বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গে ঘর নির্মাণে বাধা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। অফিস খোলার পর রোববার (৫ অক্টোবর) নোটিশ ইস্যু করা হবে।’
সওজের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘অবৈধভাবে সরকারি জমি দখল করে ঘর নির্মাণের বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, ‘বিশেষ পরিস্থিতির কারণে পৌরসভার লোকজন সরেজমিনে যেতে পারেনি। তবে অনুমতি ছাড়া কেউ স্থাপনা গড়ে তুললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের মতে, জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়কের পাশে এভাবে অবৈধ স্থাপনা গড়ে ওঠা উদ্বেগজনক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এমন দখলদারি বন্ধ হয় এবং চলাচলের নিরাপত্তা নিশ্চিত হয়।