ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

রাণীনগরে মাদকের আখড়ায় অভিযান, আটক ৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৯:২৮ এএম
পুলিশের সঙ্গে আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়ায় অবস্থিত নীল চন্দ্র শাখারীর বাড়িতে, যা স্থানীয়ভাবে মাদকের আখড়া হিসেবে পরিচিত, সেখানে যৌথ অভিযান চালিয়ে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার করেছে প্রশাসন। অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব মদ জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বাকি তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, পূজা উপলক্ষে সেখানে মাদক কারবার বাড়ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

অভিযানে হরেন চন্দ্র শীলের ছেলে নরেন চন্দ্র শীল (৫০), মৃত কানু সরকারের ছেলে সাধন সরকার (৪৫) এবং বিজয় চন্দ্র শাখারীর ছেলে অজিত চন্দ্র শাখারী (৬৫)–এই তিনজনকে তিনশ টাকা অর্থদণ্ড এবং একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, রনজিত কুমার শাখারীর ছেলে রকি কুমার শাখারী (২৭) এবং মৃত অনিল চন্দ্র শাখারীর ছেলে নীল কমল চন্দ্র শাখারী (৩০)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহাবুর রহমান।

উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে ভবিষ্যতেও এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।