ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

খুলনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৬:৩৫ পিএম
রোশনি (২) । ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় পানিতে ডুবে রোশনি (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

রোশনি ওই গ্রামের রিপন গোলদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় শিক্ষক সাহেব আলী বলেন, দুপুরের দিকে রোশনি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। পরিবারের অজান্তে কোনো এক সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ শিশুটিকে না দেখতে পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময় এক পথচারী যুবক পুকুরপাড়ে একটি ছোট জুতা পড়ে থাকতে দেখে পুকুরে তাকিয়ে একটি শিশুর নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শনাক্ত করা হয় এবং দ্রুত কপিলমুনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রোশনিকে মৃত ঘোষণা করেন।