কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় প্রার্থী হচ্ছেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়। এই তালিকায় কিশোরগঞ্জ-১ আসনে আবু হানিফের নাম রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্প্রতি আবু হানিফ গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার গণসংযোগ ও সভা করছেন নিজ নির্বাচনী এলাকায়।
এই বিষয়ে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায়। এখন আর কালো টাকা ও পেশিশক্তির রাজনীতি জনগণ মেনে নিবে না। আমরা তরুণদের সংগঠিত করে মানুষের কাছে যাচ্ছি। মানুষের যথেষ্ট সাড়া হয়েছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে যদি সুষ্ঠু নির্বাচন হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন আবু হানিফ। ২০১৮ সালে থেকে বিভিন্ন যৌক্তিক দাবিতে সরব ছিলেন। বিভিন্ন সময় হামলা মামলা ও হয়রানির শিকারও হয়েছিলেন । সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের শুরু দিকে যাত্রাবাড়ী এলাকায় নেতৃত্বে ছিলেন। ২৫ জুলাই মধ্য রাতে নারায়ণগঞ্জ থেকে র্যাব তুলে নিয়ে যায়, দুদিন গুম করে রাখার পর তাকে কারাগারে পাঠানো হয়। শেখ হাসিনার পতনের পর ৬ই আগষ্ট কারাগার থেকে মুক্তি পান।
আপনার মতামত লিখুন :