ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সত্য কথা বলায় সারজিসের বিরুদ্ধে মামলা: ফয়জুল করীম

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:০৯ পিএম
বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি- রূপালী বাংলাদেশ

সত্য কথা বলার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ‘আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়। যাদের ভরসায় তোমরা মুক্ত হয়েছ, আজ তাদের বিরুদ্ধেই মামলা দিয়েছ। যদি সারজিসরা না থাকত তাহলে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতেন না, বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারতেন না, আর খোলা আকাশের নিচে রাজনীতি করাও সম্ভব হতো না।’

তিনি আরও  বলেন, ‘আজ তারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন করেছে, অথচ সত্য কথা বলার কারণে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছ। বাংলাদেশের মানুষ এই ঔদ্ধত্য মেনে নেবে না।’

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

পাথর লুটপাট প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ সাদা পাথর লুট হচ্ছে। আমি পাথরকৌড়ি জনগণের জন্য ছেড়ে দেওয়ার এবং দেশের খনিজ পাথর উত্তোলনের পক্ষে কথা বলেছি। ভারত থেকে পচা পাথর আমদানির বিরোধিতা করেছি। অথচ আমার বিরুদ্ধে বলা হচ্ছে, আমার বক্তৃতার কারণে নাকি তারা পাথর চুরি করেছে—এ যেন চরম বেয়াকুবি!’

তিনি বলেন, পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, তিনি পাথর লুটের ব্যবস্থা করেছেন। এত পাথর কি একদিনে সরানো সম্ভব? দীর্ঘদিন ধরেই এই চুরি চলছে। এই মাসে যারা পাথর চুরি করেছে তাদের বহিষ্কার করা হয়নি, ধরা পড়ার পরই বহিষ্কার করা হয়েছে। চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার—এটাই চলছে।’

তিনি আরও বলেন, ‘৫ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী বহিষ্কৃত হলেও চাঁদাবাজি কমেনি। কারণ এটা কেবল আইওয়াশ। চাঁদাবাজি বন্ধ হলে দলই বন্ধ হয়ে যাবে—ওদের রক্তেই চাঁদাবাজি।’

জুলাই বিপ্লব প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, ‘জুলাই বিপ্লব শুধু একটি নির্বাচনের জন্য হয়নি। আমি সাংবাদিকদের জিজ্ঞেস করতে চাই—কোথাও কি লেখা ছিল ‘নির্বাচন চাই’? আমার ধারণা, আন্দোলনের সময় দেশের কোথাও এমন লেখা ছিল না।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) জি. এম. রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আজিজুর রহমান (জার্মানি), কিশোরগঞ্জ জেলা সদর দ্বীনি সংগঠনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ফারুকীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।