ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সারাদিন ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:৩১ এএম
মো. তাসিন। ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ছয় বছর বয়সি মো. তাসিনকে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে রাস্তার পাশে পুকুরে ফেলে দেন তার সৎ বাবা মুরাদ হোসেন। পথচারী আজিপুর ইসলাম শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে পুকুর থেকে উদ্ধার করেন।

শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু তাসিন লালমনিরহাট জেলার শখেরবাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর মা ববিতা বেগম ও বড়ভাই বিপ্লবের সঙ্গে বসবাস করছিল সে। প্রায় ৬-৭ মাস আগে তার মা ববিতা বেগমের সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের বিয়ে হয়। এরপর থেকে সৎ বাবার বাড়িতেই থাকত তাসিন।

শনিবার সকালে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে করে তাসিনকে নিয়ে বের হন মুরাদ। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরার পর রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ীর ছড়ারপাড় এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে শিশুটিকে ফেলে দিয়ে পালিয়ে যান তিনি।

ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আজিপুর ইসলাম বলেন, ‘বাজার করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ অটোরিকশার আলো পড়ে পুকুরে একটি শিশুকে হাত-পা ছুঁড়তে দেখি। সঙ্গে সঙ্গে পুকুরে নেমে তাকে উদ্ধার করি এবং বাড়িতে নিয়ে যাই।’

পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ‘শিশুটিকে হত্যাচেষ্টার অভিযোগে লালমনিরহাট থানা-পুলিশ সৎ বাবা মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মা, ভাই ও নানী থানায় উপস্থিত রয়েছেন।’