কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) রাতে গুলিবিদ্ধ হয়ে রেফাজুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় লালন মন্ডল (৪৫) নামের আরেকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি হঠাৎ তাদের উদ্দেশ্যে গুলি চালান। ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন এবং লালন গুলিবিদ্ধ হন।
নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং আহত লালন ইসলাম একই এলাকার কালু মাঝির ছেলে।
ভেড়ামারায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, আহত লালনকে উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। পুলিশ অভিযান চালিয়ে দোষীদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রেখেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন