ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১০ দোকান, কোটি টাকার ক্ষতি দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:০৩ পিএম
লক্ষ্মীপুর সদরের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর সদরের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এ ঘটনায় তাদের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে আগুন ধরে যায়।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানগুলোতে রাখা মালামাল পুড়ে যাওয়ায় তাঁরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

একজন ব্যবসায়ী বলেন, ‘আমার দোকানে প্রায় ১২ লাখ টাকার মালামাল ছিল, সব পুড়ে গেছে। এখন আমি পথে বসে গেছি।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির নিরূপণ চলছে।’