ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

লিখে নেওয়া জমি ফেরত চাওয়ায় বাবাকে হত্যা করলেন মেয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:৩৮ পিএম
অভিযুক্ত হাবেজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ে হাবেজা বেগমের (৩০) পিটুনিতে বাবা ময়েন শেখের (৭০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে হাবেজা বেগমে কারাগারে পাঠানো হয়েছে বলে শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সোমবার সন্ধ্যায় চর রঘুনাথপুর গ্রামে ঘটে। মঙ্গলবার সকালে নিহতের প্রথম পক্ষের ছেলে সাঈদুল ইসলাম শিবালয় থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

বাদী ও পরিবার সূত্রে বলা হয়েছে, ময়েন শেখ দীর্ঘ ৫-৬ বছর ধরে প্যারালাইসিসে ভুগছিলেন এবং কোনো উপার্জন না থাকায় বিভিন্ন সময়ে সন্তানদের বাড়িতে পালাক্রমে থাকতেন। হাবেজা বেগম বিবাহিত হলেও বাবার সঙ্গে ছিলেন এবং পাবনা জেলার সুজানগর উপজেলায় থাকা ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য বাবাকে চাপ দিতেন।

প্রায় তিন বছর আগে ওই জমির ১২ শতাংশ জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার পরও বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।

ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে ময়েন শেখের ঘরে জমি ফেরত ও জাতীয় পরিচয়পত্র চাইলে হাবেজা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে কাঠের লাঠি দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করেন। আঘাতটি বাম কাঁধে লেগে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে মারা যান।

ওসি কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।