ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৪:১৬ পিএম
ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজের পিছন গেটের সামনে ইয়াসিন হাওলাদারের মরদেহ। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ শহরের ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজের পিছন গেটের সামনে থেকে ইয়াসিন হাওলাদার নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ ফাঁড়ি।

বুধবার (৯ জুলাই) দুপুর একটার দিকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নিচে ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজের পিছনের গেট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, কেউ মেরে ফেলে এখানে রেখেছে। এত জায়গা রেখে ইয়াসিন এখানে কেন আসলো, এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বজনদের মাঝে।

নিহত ইয়াসিন হাওলাদার (১৭) ভোলার বাবুল হাওলাদার ছেলে। তারা দীর্ঘদিন ধরে শহরের মাঠপাড়ায় ভাড়া বাসায় বসবাস করত। আর সকাল ৯টার দিকে বাসা থেকে বের বের হয়েছিল ইয়াসিন।

নিহতের বোন সোনিয়া সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে ভাড়া বাসায় এসেছিল ইয়াসিন। সে ঢাকার মোহাম্মদপুর একটি বেকারিতে কাজ করত। কিন্তু আজকে সকাল ৯টার পর বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।

সোনিয়া বলেন, আমার ভাই একটু সরলসোজা টাইপের ছিল। তবে সে কোনোপ্রকার নেশা করত না। আমার ভাইকে কেউ মেরে ফেলেছে। আমরা এই হত্যার বিচার চাই।

মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এসআই হরিচাঁদ বলেন, আমরা ৯৯৯ কলের মধ্যে খবর পেয়ে স্টেডিয়ামের নিচে একটি স্কুলের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করি। তবে কীভাবে মারা গেছে বা কেন এই ছেলে এখানে আসলো এটা খতিয়ে দেখা হচ্ছে।