ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন ভারতীয় নাগরিকও।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ‘এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেনে একটি ব্যাটারিবোঝাই ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক সেটি রাস্তার ডান পাশে রেখে মেরামতের কাজ করছিলেন। এমন সময় দ্রুতগতিতে আসা কলকাতাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।’
সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে পাঁচজনের। তারা হলেন- বাসের সুপারভাইজর আরিফুল ইসলাম (৪২), ভারতের কলকাতার বাসিন্দা শেখ শাকিল (২৫), শেখ আজিজুর রহমান (৪০), যশোরের হাবিবুর জামান (২৫), নোয়াখালীর আবদুল আল মামুন (৩৫)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করি। ট্রাকে থাকা ব্যাটারিগুলো থেকে ধোঁয়া বের হচ্ছিল, সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
দুর্ঘটনার পর দোগাছি থেকে ছনবাড়ি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ছনবাড়ি ব্রিজের নিচ দিয়ে বিকল্প সার্ভিস রোড ব্যবহারের মাধ্যমে যান চলাচল আংশিক স্বাভাবিক হয়।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় পুরো এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
আপনার মতামত লিখুন :