ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ময়মনসিংহে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১২:২২ পিএম
গাঁজাসহ আটককৃতরা। ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফ মিয়া (২৮) এবং কাউছার (২৬)। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের সূত্র জানায়, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযানে ১১টি পেকেটে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। এই গাঁজা কিশোরগঞ্জের ভৈরব থেকে নান্দাইল চৌরাস্তায় নিয়ে যাচ্ছিল।