ময়মনসিংহে অভিযান চালিয়ে ৭ ক্লিনিক মালিককে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকে সংশ্লিষ্ট ৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে মহানগরীর চরপাড়া এলাকায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা, নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা, আল আকসা ল্যাব এন্ড হাসপাতালকে ২ লাখ টাকা, সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে ১ লাখ টাকা, রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেসার্স শুকরিয়া এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, সিরাম হাসপাতালের স্বত্তাধিকারী সৈয়দ আসাদুল (৫৫), সাকসেস ল্যাব এন্ড হাসপাতালের স্বত্তাধিকারী মো. আরাফত ইসলাম, মো. সোহেল রানা, সানরাইজ হাসপাতালের স্বত্তাধিকারী মোজাহিদ কোরেশী (৫০), ফারহানা আফরোজ (৪০), আল আকসা ল্যাব এন্ড হাসপাতালের স্বত্তাধিকারী জিয়াউর রহমান (৪০), মো. ফয়জুল হক (৩৫), হাবিবুর রহমান ফকির (৫০)।
ময়মনসিংহ র্যাব-১৪'র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯'র ৫৩ ধারা মোতাবেক বিভিন্ন ল্যাব এবং প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনগনের কল্যাণের স্বার্থে র্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন