নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছদ্মবেশে ‘পুলিশ’ পরিচয়ে বাড়ি থেকে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। ওই দুর্ধর্ষ ডাকাতদল বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি ব্যবসায়ীর।
মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার পাচরুখী এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে তার দোতলা বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে প্রায় ২০-২৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল ‘পুলিশ’ পরিচয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর তাকে, তার স্ত্রী সুবিয়া বেগম ও ছেলে মিনহাজুলসহ পরিবারের সদস্যদের গামছা ও গেঞ্জি দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়।
ডাকাতরা ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকার মতো বলে দাবি করেন ভুক্তভোগী।
নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে।’