ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

‘জুলাই যুদ্ধের পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি’

পূর্বাচল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৯:০০ পিএম
রূপগঞ্জের পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল বলেছেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলাম, যেখানে হাজারো সন্তান শহিদ ও আহত হয়েছিল, সেই লক্ষ্য আজও পূর্ণ হয়নি।’

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রূপগঞ্জের পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নিজেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দেন এবং নির্বাচিত হলে তারেক রহমানের ৩১ দফার পূর্ণ বাস্তবায়নের পাশাপাশি নিজের কর্মপরিকল্পনাও উপস্থাপন করেন।

শরিফ আহমেদ টুটুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরশাসকের পতন ঘটানো গেলেও একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন এখনও অধরা। দেশে এখনো চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী রাজত্ব এবং ভূমিদস্যুদের অত্যাচারে সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে। 

তাই এই অত্যাচার-অনাচারের বিরুদ্ধে আরেকটি গণবিপ্লব প্রয়োজন, যার পূর্ণ দিকনির্দেশনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায়।’

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ দিপু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।