ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে লাঙ্গলবন্দ ব্রিজ এলাকায় যানবাহনের ধীরগতির কারণে এ যানজট শুরু হয়, যা রাত ১২টা পর্যন্ত স্থায়ী ছিল।
সরেজমিনে দেখা গেছে, ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে পড়ে। অনেক যাত্রীকে দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকতে হয়। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেও যাওয়ার চেষ্টা করছেন।
ভুক্তভোগী যাত্রী সাব্বির ইসলাম জানান, তিনি মোগরাপাড়ায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকে আছেন। তার ভাষায়, ‘গাড়ি একচুলও নড়ছে না। শুনলাম লাঙ্গলবন্দের ব্রিজে সমস্যা, তাই গাড়ি আটকে আছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা অনেক খারাপ, ফলে যানবাহন ধীরে চলছে। এ কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
আপনার মতামত লিখুন :