নেত্রকোনার মোহনগঞ্জের ধলাই নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ থাকা দুই শ্রমিকের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী দল বাল্কহেডের ভেতর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শ্রমিক হলেন জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে মোহনগঞ্জের ছেঁছরাখালী বাজারসংলগ্ন ধলাই নদীতে বালুবাহী নৌযানটি ডুবে যায়। এতে থাকা তিনজন শ্রমিকের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও জিয়া ও মারুফ নিখোঁজ ছিলেন।
পরদিন (মঙ্গলবার) সকাল থেকে ময়মনসিংহ ও ধোবাউড়া ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে, যাদের সহায়তা করে স্থানীয় পুলিশ সদস্যরা। উদ্ধারকাজের অংশ হিসেবে ড্রেজার ব্যবহার করে বাল্কহেডের ভেতরের বালু অপসারণের পর, বালুর নিচে চাপা পড়ে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, বাল্কহেডটি পূর্বধলা থেকে মোহনগঞ্জের ছেঁছরাখালী এলাকায় বালু সরবরাহের জন্য যাচ্ছিল। পথে ধলাই নদীর প্রবল স্রোতের মুখে পড়ে তা ডুবে যায়।
আপনার মতামত লিখুন :