ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

রাঙামাটির পানিবন্দি এলাকা পরিদর্শনে জেলা পরিষদের সদস্য হাবীব

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১০:৫৪ পিএম
রাঙ্গামাটির পানিবন্দি এলাকা পরিদর্শনে জেলা পরিষদের সদস্য হাবীব আজম। ছবি- রূপালী বাংলাদেশ

টানা মৌসুমি ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গত তিন দিন ধরে রাঙামাটি পৌর এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন।

রাঙ্গামাটি শহরের শান্তিনগর, রসূলপুর, পৌর কলোনি, আসামবস্তি, ব্রাক্ষ্মণটিলা, ধনমিয়া টিলা ও পাবলিক হেলথ এলাকা হ্রদের পানিতে ডুবে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজ শেষে পৌর এলাকার শান্তিনগর, হাসপাতাল এলাকা, হ্যাচারি এলাকা, মোল্লাপাড়া ও আশপাশের পানিবন্দি এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. হাবীব আজম।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসন তাদের পাশে রয়েছে। দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত হাবীব আজম শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তাসহ নানা মানবিক কর্মকাণ্ডে যুক্ত আছেন।