সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাতক্ষীরা শহরে একটি র্যালি বের হয়।
র্যালিটি সংগীতা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ের শহীদ আলাউদ্দিন চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন পাড়, বিএনপি নেতা আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন, মো. রাজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলার আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান, সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম প্রমুখ।
এ সময় তারা সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।



