বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও অদম্য অধ্যবসায় ও মনের শক্তিতে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিক্ষার্থী জাইমা জারনাস তানিশা।
তানিশা ঘাটাইলের সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থী। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে।
তানিশার পিতা মো. জয়নাল আবেদীন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী এবং মা মাফুজুন নাহার বিউটি কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘাটাইল সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামে তাদের বাড়ি।
তানিশা ছোটবেলা থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে সে পড়াশোনা করেছে ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকায় প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’-এ। সেখান থেকে শিশুশ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণের পর মাধ্যমিকে সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়।
বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব পাল বলেন, ‘তানিশা অত্যন্ত মেধাবী। তার প্রতিবন্ধকতা কখনও তাকে থামাতে পারেনি তাকে। সে নিয়মিত পড়াশোনা করত, শিক্ষকদের সহায়তায় বুঝে নিত। আমি বিশ্বাস করি, সে ভবিষ্যতেও সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে।’