টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চিতেশ্বরী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাহাদুজ্জামান আকন্দ।
মামলার তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট দুপুরে অভিযুক্ত ব্যক্তি বাদীর বাড়িতে যান। তখন বাদী তাকে ঘরে বসতে বলেন। ঘরের ভেতরেই ছিল শিশুটি। কিছুক্ষণ পর শিশুটি চিৎকার করে উঠলে তার মা দৌড়ে ঘরে যান। এ সময় অভিযুক্ত দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি কান্নার মধ্যে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
এরপর শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামি অভিযুক্ত আবু সামা (৫৫), স্থানীয় গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। চিতেশ্বরী গুচ্ছগ্রাম এলাকার মৃত মক্কো শেখের ছেলে। তার আদি বাড়ি রংপুর জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় বসবাস করছেন। সেখানে তিনি জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করছেন।
ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। প্রায় ১ মাস ১০ দিন লুকিয়ে থাকার পর মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাহাদুজ্জামান আকন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে তাকে চিতেশ্বরী এলাকা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।