ঠাকুরগাঁওয়ে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পয়গাম আলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলী, রানীশংকৈল উপজেলা প্রতিনিধি তামিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে রূপালী বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।


