বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৫:৪৭ পিএম

পদক্ষেপ বাংলাদেশে‍‍`র বিজয় মাসের প্রথম প্রভাত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৫:৪৭ পিএম

পদক্ষেপ বাংলাদেশে‍‍`র বিজয় মাসের প্রথম প্রভাত

ছবি, রূপালী বাংলাদেশ

দীর্ঘ নয় মাসের রক্তস্নাত যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মদানে একাত্তরের ১৬ ডিসেম্বর পরাধীনতার গ্লানি মুক্ত হয়ে বাঙালি জাতি এগিয়ে যায় স্বাধীনতা ও স্বাধিকারের পথে। যার কারণে প্রতি বছর বিজয়ের বারতা নিয়ে আসে ডিসেম্বর।

বিজয়ের মাস ডিসেম্বর লাল সবুজের পতাকার স্বদেশের মানচিত্রের মানুষদের জন্য তথা গোটা বাঙালি জাতির জন্য উৎসবের মাসও। রোববার ছিল বিজয়ের মাসের প্রথম দিন। বিগত ১৪ বছরের ধারাবাহিকতায় এবারও ‍‍`বিজয় মাসের প্রথম প্রভাত‍‍` শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো  এই অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধন করেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।

সাংস্কৃতিক পর্বের শুরুতেই ‍‍`এক সাগর রক্তের বিনিময়ে‍‍` গানটির সঙ্গে দলীয়নৃত্য পরিবেশন করে নাচের দল নৃত্যাক্ষ। এরপর সমবেতকণ্ঠে মন্দিরা সাংস্কৃতিক পাঠশালার শিল্পীরা রাঙামাটির রঙে চোখ জুড়ালো, পদক্ষেপ বাংলাদেশের শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনায় মুক্তির মন্দির সোপান তলে, সুরনন্দন সংগীত চর্চা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করে ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি ও আমার দেশের মতো এমন দেশ গান দুটি।

একক সংগীত পর্বে মারুফ হোসেন গেয়ে শোনান  সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, নূর মো. রাজু গেয়ে শোনান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে। একক আবৃত্তি করেন নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ, ফরিদুজ্জামান। দলীয় আবৃত্তি করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কণ্ঠশীলনের বাচিকশিল্পীরা।

আরবি/এস

Link copied!