ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

অর্থ উপদেষ্টা

বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ইউএস ডলার দিচ্ছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সহায়তার অংশ হিসেবে বেশ কয়েকটি ধাপে বাংলাদেশকে বাজেটে অর্থ সহায়তা দেবে এডিবি। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে সংস্থাটি।

জানা গেছে, ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য ১৫শ’ মিলিয়ন ডলার দেবে এডিবি। এর প্রথম অংশ হিসেবে ৫০০ মিলিয়ন ইউএস ডলার আসবে আগামী বছরের মার্চ মাসে। এ ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতে সংস্কারের জন্য এডিবির কাছে ১ বিলিয়ন ইউএস ডলার চাওয়া হয়েছে, যা নিয়ে আলোচনা চলছে।