বুধবার, ২৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৭:১১ পিএম

নতুন টাকায় ‘ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৭:১১ পিএম

১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট। ছবি- সংগৃহীত

১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক এবার আনছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০ টাকার নোট। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্য তুলে ধরে নোটগুলো ছাপানো হয়েছে।

সব নোটেই রয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি। পরিবর্তে উঠে এসেছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক নিদর্শন।

প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নোট জুনের ২ বা ৩ তারিখে পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

নতুন ১০০ টাকার নোটে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, রয়েল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনের চিত্র। সাদা অংশে আছে বাঘের জলছবি।

২০০ টাকার নোটে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ এবং চার ধর্মের অনুসারীদের সহাবস্থানের প্রতীকী চিত্র।

৫০০ টাকার নোটে দেখা যাবে কেন্দ্রীয় শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট ভবন।

১০০০ টাকার নোটে একদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অপরদিকে জাতীয় সংসদ ভবনের ছবি রয়েছে।

নতুন নোটগুলো বাজারে ছাড়ার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘গভর্নর স্যারের নেতৃত্বে যেসব নোট তৈরি হয়েছে, তা সম্পূর্ণ নতুন চিন্তার প্রতিফলন। এখানে দেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির উপস্থাপনা রয়েছে। ব্যক্তির পরিবর্তে জাতীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।’

অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের কাছে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

নোটগুলোর ডিজাইনে দেশের পরিচয়, গৌরবময় ইতিহাস ও সৌন্দর্যকে যেভাবে তুলে ধরা হয়েছে। অনেকেই বলছেন, ‘এই প্রথম টাকার নোটে উঠে এসেছে বাংলাদেশের আত্মা।’
 

Link copied!