রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ২০২৪-২৫ অর্থবছরের আয় থেকে সরকারকে ৫০ কোটি টাকা লভ্যাংশ প্রদান করেছে।
মঙ্গলবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে লভ্যাংশের এই চেক হস্তান্তর করা হয় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছে।
চেকটি হস্তান্তর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব ও ইডকল চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইডকলের পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ, ডেপুটি সিইও ও সিএফও এস.এম. মনিরুল ইসলাম, চিফ ইনভেস্টমেন্ট অফিসার নাজমুল হক, হেড অব রিনিউয়েবল এনার্জি মো. এনামুল করিম পাভেল, কোম্পানি সেক্রেটারি এম মফতুন আহমেদ এবং ইভিপি (করপোরেট অ্যাফেয়ার্স) নাজমুল হক ফয়সল।
উল্লেখ্য, ইডকল দেশের অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।