অরবিটক (Orbitalk) অ্যাপে এনআইডি যাচাই সেবা চালুর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ও রেস অনলাইন লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুর রহমান সিদ্দিকীসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির ফলে রেস অনলাইন লিমিটেড পরিচালিত ‘অরবিটক’ অ্যাপে ব্যবহারকারীরা সেবা গ্রহণের পূর্বে এনআইডি যাচাই করতে পারবেন। এতে দেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং ব্যবহারকারীরা পাবেন একটি নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে রেস অনলাইন লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মিসেস ইলা আহমেদ, সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আকরামুল হক, সিওও মো. হুমায়ুন কবির মোল্লা, সিবিও খন্দকার রায়হান হোসেন, টেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার মো. মাহবুবুল আলম রিয়াদ, রেগুলেটরি বিভাগের প্রধান অঞ্জন বসু, এজিএম ওবায়েদ উল্লাহ ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার সদরুল হাসানসহ আরও অনেকে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, এই চুক্তি দেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবে। এনআইডি যাচাই এখন আরও সহজ ও প্রযুক্তিনির্ভর হবে।
রেস অনলাইনের চেয়ারম্যান মিসেস ইলা আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এই যৌথ পথচলা সম্মানজনক। আমরা প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের নিরাপদ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের তথ্যভিত্তিক পরিষেবা ও অনলাইন নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।