ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে হল পুকুরে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়। এসময়ে, হলের পুকুরে রুই, কাতলা, মৃগেল, মিনার কার্প, তেলাপিয়া গ্রাসকার্প, সিং, কৈসহ বিভিন্ন প্রজাতির ১০০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সেলিম রেজা, এস্টেট প্রধান মো. আলাউদ্দিন, ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মুসা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানসহ হলের অর্ধশত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন