ঢাকা: রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক মেজর জেনারেল প্রফেসর ডাঃ এইচ আর হারুন (অবঃ) এর ভুল চিকিৎসায় দুই কিডনি ক্ষতিগ্রস্তের দাবি করেছেন ইউসুফ মজুমদার শাকিল। সোমবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে তিনি এসকল অভিযোগ করেন।
শাকিল বলেন, ‘আমি হারুন স্যারের কাছে চিকিৎসা নিতে গিয়ে জীবনের সব থেকে বড় ভুল করেছি। চিকিৎসার নামে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু আমাকে চিকিৎসা না,ভুল চিকিৎসা দিয়ে আজ মৃত্যুর পথে দাড় করিয়ে দিয়েছে হারুন স্যার। আমি সবাইকে বলবো ল্যাব এইডে কেউ যাবেন না। এরা মানুষকে নিঃস্ব করে দেয় , চিকিৎসার নামে মানুষ মারার কারখান খুলেছে ল্যাব এইড হাসপাতাল ।’
আমাকে অপারেশনের কথা বলে ৬ লাখ ২০ টাকা নিলেও হারুন স্যার অপারেশন না করে আমাকে মিথ্যা বুঝায় । আমি প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনও করে বলে অভিযোগ করেন শাকিল । তিনি বলেন, ”আমি তো মরেই যাবো। আমি চাই এই কষাই ডাঃ শাকিলের যেন বিচার করা হয় । ল্যাব এইড হাসপাতাল যেন বন্ধ করা হয় । আর কোন মানুষের সাথে যেন এমন ঘটনা আর না ঘটে। আমি এখন শুধু ভাবি আমি মরে গেলে আমার দুই সন্তান এবং স্ত্রীর কি হবে। আমার তো আর কিছু নেই।”
এ বিষয়ে জানতে, ডাঃ এইচ আর হারুনের পিএস কে কল করা হলে তিনি ডাঃ হারুনের যোগাযোগের নাম্বার দিতে রাজি হননি।
উল্লেখ্য, ল্যাব এইড হাসপাতালে ভুল চিকিৎসায় দুই কিডনি ক্ষতিগ্রস্তের দাবি করে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন ভুক্তভোগী। কিন্তু তার কোন সমাধান তিনি পাননি
আপনার মতামত লিখুন :