সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ ফেব্রুয়ারি) তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।
আর ঘোষণা অনুযায়ী এদিন সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা জানান, যদি তাদের উপস্থিতি বাড়ে, তবে তারা সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করবেন।
এরপর দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লে তারা গুলশান থেকে মহাখালী এবং মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেন। এর ফলে সড়কের দুই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, তারা আপাতত গুলশান-মহাখালী সড়ক বন্ধ রাখবেন। যদি তাদের উপস্থিতি আরও বাড়ে, তবে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন। তাছাড়া গুলশান-১ গোলচত্বর এবং মহাখালী রেলক্রসিংও অবরোধ করা হবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন