ঢাকা বুধবার, ২৮ মে, ২০২৫

রাজধানীতে রাস্তার মাঝে হঠাৎ রহস্যজনক বিশাল গর্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১০:২২ পিএম
এই গর্ত ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। ছবি- সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে হঠাৎ রাস্তার মাঝখানে রহস্যজনক বিশাল এক গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্ত ঘিরে এলাকায় এক আতঙ্ক তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরের পর সাত মসজিদ রোডের সংঙ্করের ফুটওভার ব্রিজ সংলগ্ন সড়কে একটি ছোট গর্ত দেখা করা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গর্তও বড় হতে থাকে।

বর্তমানে রাস্তার মাঝখানে এক বিশাল গর্তে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই এটিকে সিঙ্কহোল (হঠাৎ সমতল স্থান দেবে যাওয়া) বলে দাবি করছেন। তবে কী কারণে এই গর্ত তৈরি হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, তৈরি হওয়া গর্তের চারপাশে বিভিন্ন বয়সী সাধারণ মানুষ ভিড় করছেন। গর্তের ভেতরে ওয়াসার পানি প্রবাহিত হচ্ছে। তবে ওয়াসা কিংবা প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।

ফলে ভোগান্তিতে পড়েছেন এই এলাকার সাধারণ মানুষ। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।