ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৭:৫৪ পিএম
আনোয়ার হোসেন হত্যা মামলার আসামি মো. নূর আলম শেখ। ছবি- সংগৃহীত

রাজধানীর বাড্ডায় আনোয়ার হোসেন হত্যা মামলার আসামি মো. নূর আলম শেখকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। একই সঙ্গে  হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গত ৮ জুলাই  মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার (১৩ জুলাই.) রাত ৯টার পর বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে কংক্রিটের বস্তার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

সোমবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আনন্দনগর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুনের শিকার হয়েছেন। ঘটনাটি গত ৮ মে ১১টার দিকে ভূঁইয়াবাড়ী ২৬ কলোনী মোড়ে পাকা রাস্তার ওপর। আনোয়ার হোসেন আনন্দনগর থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি মো. নূর আলম শেখ ওরফে নূরা ও তার সঙ্গীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। নূরা আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার পেটে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত জনতা আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ৮ জুলাই আসামি মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রোববার রাত ৯টার পর বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে আকবর আলীর বাড়ির পূর্ব পাশে একটি আম গাছের নিচে কংক্রিটের বস্তার নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।