ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী বার্ন ইনস্টিটিউটে ভর্তি

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১১:২৮ এএম
ছবি- সংগৃহীত

ঢাকার সাভার জিরানি বাজার গোয়ালবাড়ি এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. মিন্টু (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০) দগ্ধ হয়েছেন। জানা গেছে, তারা দুজনই পোশাক শ্রমিক হিসেবে কর্মরত। 

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ (২৮ জুলাই) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গতরাতে সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকা থেকে স্বামী-স্ত্রী দুজন দগ্ধ হয়ে এখানে এসেছেন। বর্তমানে আমরা তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। আমরা যতটুকু জেনেছি, দগ্ধ দুজনই পোশাক শ্রমিক। প্রয়োজনে তাদের এইসডিইউ ওয়ার্ডে রেফার্ড করা হতে পারে।

দগ্ধ ববিতার ভাই প্রেমানন্দ জানান, আমার বোন দুলাভাই একটি গার্মেন্টসে চাকরি করে। গতরাত নয়টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দুজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকায়। বর্তমানে সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকায় থাকতেন। তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে।