রাজধানীর ধানমন্ডিতে আরমান খান গলির পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার বাথরুম থেকে সাদিয়া আক্তার (১২) নামে একটি শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদিয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বগাজোড়ী গ্রামের আব্দুর হান্নানের মেয়ে। ধানমন্ডির বাসা নং-১২৭/বি,রোড নং-৯/১ আরমান খান গলি ৫ম তলার বিল্ডিংয়ের ৩য় তলায় বাসায় গৃহকর্মীর কাজ করতো।
ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসা বাসার ড্রাইভার মো. মাকসুদ জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ওই শিশু গৃহকর্মী সবার অগোচরে বাথরুমে গিয়ে জানালার গ্রীলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে বিষয়টি আমরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
তিনি আরও জানান, ওই শিশু কর্মী নিজেই ফাঁস দিয়েছে নাকি কেউ এই ঘটনাটি ঘটিয়েছে তা জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু গৃহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031233315.webp) 
        
        
        
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন